না.গঞ্জে ভিটামিন এ খাওয়ানো হবে ১১ জানুয়ারি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভিটামিন এ এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে সারাদেশের মতো নারায়ণগঞ্জে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৪৮ হাজার ৪৭৭ শিশুকের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান স্লোগানে শহরের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নগর ভবনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় স্থায়ী ও অস্থায়ীসহ ভ্রাম্যমাণ অতিরিক্ত এক হাজার ৩৯২টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৭ হাজার ৫৭২ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ৯০ হাজার ৯০৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

নাসিকের মেডিক্যাল অফিসার ডা. শেখ মোস্তফা আলী জানান, আগামী ১১ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ৩৪০টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৭২৮ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল  ও ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৯ হাজার ৫৩৮ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের জেলা ইপিআই সুপার মো. লুৎফর রহমান জানান, ছয় থেকে ১১ মাসের ৩৫ হাজার ৮৪৪ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সের দুই লাখ ৮১ হাজার ৩৬৭ শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্থায়ী পাঁচটি, অস্থায়ী এক হাজার ৩২টি ও ১৫টি মোবাইল টিম টিকাদান কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে।

add-content

আরও খবর

পঠিত