নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে শীতলক্ষ্যা নদীর তীরে দখল করে গড়ে তোলা সোহাগপুর টেক্সটাইলের সীমানা প্রাচীরসহ ৩৫ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিইটির ভ্রমমাণ আদালত। এ সময় ৫ একর জমি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় অভিযান চালায় আদালত।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটির নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন ও সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম জানান, সোহাগপুর টেক্সটাইল মিল কর্তৃপক্ষ শীতলক্ষ্যা নদীর সীমানা পিলার আড়াল করে দুই হাজার বর্গফুট এলাকায় তারা অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করে। টেক্সটাইল মিলের প্রাচীর ভেঙে সেখান জমি উদ্ধারসহ আরও ৩০-৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মোট পাঁচ একর জমি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামাল দুই লাখ ৮৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
তিনি আরো জানান, অবৈধ দখলদারদের থেকে জমি উদ্ধার না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।