নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : শীতে কাপছে পুরো দেশ ঠিক তখনই অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে এগিয়ে এসেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিভিন্ন শীতবস্ত্র ও কম্বল নিয়ে গভীর রাতে মানুষের মাঝে শীত বস্ত্র পৌঁছে দেন ইউএনও। এরই মধ্যে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে রূপগঞ্জবাসীর মন জয় করেছেন তিনি। তাপমাত্রাও কমেছে উল্লেখযোগ্য হারে।
নিন্ম আয়ের মানুষের শীতে কষ্ট হচ্ছে বেশি। খেটে খাওয়া মানুষদের পেটের ক্ষুধা নিবারনের জন্য শীতকে উপেক্ষা করে কাজের জন্য বাহিরে বের হতে হচ্ছে। অসহায় শীতার্ত মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে মমতাময়ী মায়ের মতো শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বুধবার ও বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তিনি রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে হেটে হেটে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
এ সময় শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন তিনি। তিনি নিজ হাতে এক পাগলিকে কম্বল জড়িয়ে দিয়েছেন। প্রতিদিনই নিজের শীতকে উপেক্ষা করে কোন না কোন এলাকায় তিনি শীতার্তদের মাঝে শীত বস্ত্র পৌছে দিচ্ছেন।
এ ব্যপারে ইউএনও মমতাজ বেগমের কাছে তার এ ভিন্ন রকম উদ্যোগের কথা জানতে চাইলে তিনি বলেন, শীতটা একটু বেড়েই গেছে। হতদরিদ্র, অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে মনটা ভাল লাগে। তাছাড়া মানুষতো মানুষের উপকারে আসবে। তারাতো আমার মতোই মানুষ। তাই অসহায়, দরিদ্র মানুষের মাঝে কিছু শীতবস্ত্র ও কম্বল বিতরণ করলাম। আমি সর্ব দিক থেকে রূপগঞ্জবাসীকে সব ধরনের সেবা দিতে চাই।