রূপগঞ্জে ৪র্থ শিল্প বিপ্লবে চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মেলন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দুই দিনব্যাপী উপজেলার কাঞ্চন-চরপাড়া এলাকায় গ্রীন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির -এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন, প্রফেসর ড. মুহাম্মদ এইচ রশিদ, প্রফেসর সজল কে দাস, প্রফেসর ড. সেলিম শাহনাজ সহ আরো অনেকে।

সম্মেলনে বিশ্বের ১২টি দেশের প্রফেসররা অংশ গ্রহণ করেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০৭টি গবেষণা প্রবন্ধ থেকে ১১৫টি গবেষনা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

এসময় বক্তারা বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার শর্তই হলো প্রযুক্তিগত জ্ঞান। অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগাতে পারলেই ভবিষ্যত বাংলাদেশ হয়ে উঠবে, উন্নত ও স্ব-নির্ভর।

add-content

আরও খবর

পঠিত