নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পরিবেশের ছাড়পত্র ও সরকারী নিয়ম না মেনে চারটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম জানান, পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এনআরবি ব্রিকস, পিআরবি বিকস, এমআরবি ব্রিকস ও এমএমকে ব্রিকস নামে চারটি ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ইট ভাটার মালিকরা জরিমানার টাকা পরিশোধ করে দেন। এসময় সরকারী নিয়ম অনুযায়ী ঝিকঝাক চিননি ব্যবহার না করায় এমআরবি ব্রিকসের আগুন নিভিয়ে দেয়া হয়। ইউএনও আরো বলেন, যেসকল ইটভাটার পরিবেশের ছাড়পত্র ও বৈধ কোন কাগজপত্র নেই সেসকল ইটভাটাতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, পরিদর্শক মইনুল হব, আব্দুল গফুর, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।