★ বন্ধু ★ ( কবিতা )

★ বন্ধু  ★ ( কবিতা )

আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা : তোমরা দেখছো ক্যালেণ্ডারের শেষ তারিখটা

আমি খুঁজছি জীবন পঞ্জিকার শেষ পাতাটা।

যদি কোন দিন পাই দেখতে

মুখস্থ করতে ভুল করবো না

আমি সবাইকে জানিয়ে দেব

জীবন ডায়রীর শেষ ঘটনা।

হয়তো কেউ ফেলবে অশ্রু

কেউ বা দেবেন গালি নিরবে কেউ জাগবে একা বলবে !

ফিরে কি তুই এলি !

মায়া মমতা নিষ্ঠুরতা দিয়ে ভরা

প্রবাহমান জীবন ডায়রীর পাতা

এসেছি সরবে চলে যাবো নিরবে

সাথে থাকবে বন্ধু মোর জীবন খাতা।

add-content

আরও খবর

পঠিত