নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বুধবার ইউসিবি ব্যাংকিং এর ১১২ তম শাখা এজেন্ট ব্যাংক এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় হাইজাদী ইউপির চেয়ারম্যান আলী হোসেন, ইউসিবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সহকারি ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, এজেন্ট দিপু, হাইজাদী ইউপি আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হক, তিলচন্দ্রী বাজারের ব্যবসায়ী হায়দার আলী, মঞ্জুর হোসেন, আমান, স্থানীয় সুলতানসাদী স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক লোকনার্থ ও ওয়ার্ড সদস্য হান্নান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, তিলচন্দ্রী বাজারে ব্যাংকের উদ্বোধন করতে পেরে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। এখানকার ব্যবসায়ীরা এ ব্যাংকে তাদের অর্থ লেনদেন করতে পারবেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা এ ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। ব্যাংকের মাধ্যমে বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের লেনদেন হবে। এতে করে এ এলাকার লোকজনকে আর আড়াইহাজার উপজেলা সদরে কষ্ট করে যেতে হবে না। তাদের দৌঁড়গড়ায় এখন ব্যাংকের সেবা এসেছে। তিনি বলেন, ব্যাংকে অর্থ সঞ্চয় করে নিজের বভিষ্যত গড়ে তুলুন। এতে আপনার সন্তানেরাও উপকৃত হবেন।