বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে : আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বন্দরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেমবর) বিকালে বন্দরের গকুল দাসের বাগ চৌরাস্তায় প্রতিষ্ঠিত প্রগতি সংঘের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

প্রগতি সংঘের সভাপতি আলহাজ্ব লায়ন সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ওসমান গণি ভূঁইয়া ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আলমাস ভূঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আহাম্মেদ চৌধুরী গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের শ্রম ও ত্যাগের ফলেই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই কোন রাজাকার যদি মাথা চাড়া দিয়ে উঠে তা মেনে নেয়া কষ্টকর। যারা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবিসংবলিত পোস্টার ও ফেস্টুনকে অবমাননা করে এবং ভাংচুরের চেষ্টা চালায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই বাংলায় কোন রাজাকারের স্থান হবেনা। যারা দিনে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তারাই আবার রাতে মাদক বিক্রির টাকার ভাগ পায়। তাই যারা মাদকব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিদস্যু তাদেরকে কোনক্রমেই দলে স্থান দেয়া যাবেনা। সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সাহস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ধামগড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইসহাক মিয়া, নাসিক ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী সিরাজুল ইসলাম, ২৫, ২৬, ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বন্দর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ প্রত্যাশি আলহাজ্ব আব্দুল আউয়াল বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূঁইয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, বন্দর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, চাঁপাতলী সপ্রাবি’র প্রধান শিক্ষিকা তাহমিনা বেগম, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ, ধামগড় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, প্রগতি সংঘের উপদেষ্টা নাজিম উদ্দিন মাহমুদ, মোস্তফা কামাল ভূঁইয়া ও রোস্তম আলী, প্রগতি সংঘের সাধারণ সম্পাদক মো. হোসেন রানা, সহ-সভাপতি আব্দুল মোতালিব, আমজাদ হোসেন ভূঁইয়া, শরীফ হোসেন ও জাহিদুর রহমান জাহাঙ্গির, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, বন্দর থানা শ্রমিক লীগের সহ-সভাপতি আহাম্মদ আলী,  ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও মোস্তফা মিয়া, ধামগড় ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী নূর মাস্টার, সিনিয়র সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি আ. সালাম, সহ-সাধারণ সম্পাদক জাবেদুর রহমান সুমন, ক্রীড়া সম্পাদক শরীফ তালুকদার, ছাত্রলীগ নেতা তুরাগ ভূঁইয়া, ফয়সাল আহম্মেদ হৃদয় ও সাব্বির আহমেদ, প্রগতি সংঘের তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাসেল সহ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চাঁপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও খেলাধুলায় বিজয়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেয়া হয়।

add-content

আরও খবর

পঠিত