নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেরপুর সংবাদ দাতা ) : ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুর শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষূ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১৭ই ডিসেম্বর মঙ্গলবার শেরপুর সদর উপজেলার ১০ নং চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী বাজারে অবস্থিত আলোর দিশারী পাবলিক স্কুল প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চক্ষু চিকিৎসার সেবা অনুষ্ঠিত হয় ।
চক্ষু শিবিরে বিনামূল্যে প্রেসক্রিপশন, ন্যায্যমূল্যে ঔষধ ও চশমা দেওয়া এবং নেত্রনালী, মাংস বৃদ্ধির অপারেশন স্বল্প মূল্যে করার ব্যবস্থা করা হয় । আলোর দিশারী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক এস.এম মাসুদ রানার সহযোগিতায় শুরু হয় চিকিৎসা সেবার কার্যক্রম।
এ সময় রোগী দেখেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুর শাখার মেডিকেল অফিসার ডা. শামিম আহম্মেদ । এতে অপারেশন করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুর শাখার কলসালটেন্ট ইনচার্জ ডা. সোহেব আহম্মেদ (রবিন) ।
এদিকে বর্তমান বিশ্বে ২৫৩ মিলিয়ন লোক অন্ধত্বের শিকার । তাদের কিছু সংখ্যককে হলেও আলো দেখাতে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুর শাখার উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবিরের এ আয়োজন।