নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১নং ওয়ার্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা পুরো দমে শুরু হয়েছে। সোমবার (৯ডিসেম্বর) সকালে ২১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নাসিকের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।
এ সময় বন্দর বাসষ্ট্যান্ড এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আওতাধীণ রাস্তার পাশে অবৈধভাবে দোকানের সরঞ্জাম রাখাসহ বিভিন্ন অপরাধে ৩ দোকানীকে জরিমানা করা হয়। এদের মধ্যে অর্থদন্ডপ্রাপ্তরা হচ্ছে খাজা সুইট মিটকে ১হাজার টাকা, শিবলু মিষ্টান্ন ভান্ডারকে ১হাজার টাকা ও তৌহিদ ফার্মেসীকে ৫’শটাকা আর্থিক সাজা প্রদান করা হয়।
অবৈধ দোকানপাট উচ্ছেদকালে স্থানীয় কাউন্সিলর হান্নান সরকার ওয়ার্ডবাসীদের বলেন, নাসিক এর সড়ক অবৈধ ভাবে দখল করা চলবেনা। জনগন যাতে স্বস্তিতে চলাফেরা করতে পারে সেদিকে আপনাদের সচেতন হতে হবে। কোন দখলদার যাতে সিটি কর্পোরেশনের সড়ক দখল করতে না পারে। উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শহর সুন্দর রাখতে এ অভিযান পালাক্রমে চলবে। আমরা নাসিকের নগর মাতা সেলিনা হায়াত আইভীর নির্দেশে নারায়ণগঞ্জকে একটি সুন্দর নগরী উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, স্যানিটারী ইন্সপেক্টর শাহাদাত হোসেন, সুপার ভাইজার মোখলেসুর রহমান, আসাদুজ্জামান প্রমূখ।