নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : অবশেষে বিপিএলে আবারও দেখা যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আসরের মধ্য দিয়ে তিন মৌসুম পর আবারও বিপিএলে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।
মিরপুরের হোম অব ক্রিকেটে উদ্বোধনী অনুষ্ঠানে আজ ৮ ডিসেম্বর রবিবার মঞ্চ মাতাবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সালমান-ক্যাটরিনা মঞ্চ মাতানো ছাড়াও আর কি কি থাকছে এবারের বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠানে তার বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
এর আগে বিপিএলর চতুর্থ সময় স্বল্পতার কারণে আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। এরপর সারা দেশে বন্যার কারণে পঞ্চম আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ পুরো অর্থ বন্যায় ক্ষতিগ্রস্থদের দান করা হয়। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিরাপত্তার কথা মাথায় রেখে বিপিএলের কোনো উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি। তবে এবার আর কোনো বাধা নেই। ফলে জমকালো অনুষ্ঠানের জন্য সব আয়োজন প্রস্তুত।
ছয় ঘণ্টা ব্যাপী এ আয়োজনে মঞ্চ মাত করবেন বলিউড মেগাস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। সঙ্গীত পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগাম, কৈলাশ খের। থাকবে ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং নগর বাউল জেমসের পরিবেশনা।
এক নজরে দেখে নিন সূচি:
বিকাল ৫.০০ : জাতীয় সঙ্গীত পরিবেশন
বিকাল ৫.২৫ : মইদুল ইসলাম খানের পারফর্মেন্স
বিকাল ৫.৩৫: রেশমি মির্জার পারফর্মেন্স
সন্ধ্যা ৬.০০ : জেমসের পারফর্মেন্স
সন্ধ্যা ৬.৪০: মমতাজের পারফর্মেন্স
সন্ধ্যা ৭.৩০ থেকে ৭.৪০ : আতশবাজী
সন্ধ্যা ৭.৪৫ : সনু নিগামের পারফর্মেন্স
রাত ৮.৩৫: লেজার শো
রাত ৮.৫৫ : কৈলাশ খেরের পারফর্মেন্স
রাত ৯.৩৫ : ক্যাটরিনা কাইফের পারফর্মেন্স
রাত ১০.০০ : সালমান খানের পারফর্মেন্স
রাত ১০.২০ : সালমান খান ও ক্যাট্রিনা কাইফের যৌথ পারফর্মেন্স