নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৭৬ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাচাই কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। সোমবার দিনব্যপী উপজেলা মিলনায়তনে এ কার্যক্রম শুরু করা হয়।
পাট ও বস্ত্রমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, সমাজ সেবা অফিসার সোলাইমান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল, অ্যাড. তারাজ উদ্দিন, মোহাম্মদ আমান উল্লাহ মিয়া, আব্দুল জাব্বার খাঁন পিনুসহ আরো অনেকে। এসময় যাচাই-বাচাই কমিটির সদস্যরা মুক্তিযোদ্ধাদের যুদ্ধের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। ২০১৭ সালে ৭৬ জন মুক্তিযোদ্ধার নাম প্রস্তাব করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পাঠানো হয়। আর এ ৭৬ জনকেই অধিকতর যাচাই-বাচাই করার জন্য পুনরায় মন্ত্রণালয় থেকে উপজেলায় ফের পাঠানো হয়।
মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির সদস্য সচিব ও ইউএনও মমতাজ বেগম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আজ যাচাই-বাচাই শুনানি করা হয়েছে। এতে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা অনুপস্থিত ছিলেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে আমরা একটি প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয় পাঠিয়ে দিবো।