নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে মো. সুমন (৩৪) কে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি আভিযানিক দল। শনিবার (৩০ নভেম্বর) রাতে বন্দর উপজেলার নবীগঞ্জ স্ট্যন্ড টিউশন রোড থেকে তাকে গ্রেফতার করেন। ১ ডিসেম্বর সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
র্যাব জানায়, সিপিএসসি এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ টিউশন রোড়স্থ পাঁকা রাস্তার উপর পরিবহনে চাঁদাবাজি করার সময় মো. সুমন (৩৪) কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া রশিদ ও নগদ ১৫শ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় রাস্তয় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ১০০-৩০০ টাকা করে চাঁদা আদায় করত। কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করত। গ্রেফতারকৃত মো. সুমন চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।
আরো জানা যায় হাজী মো. গোলাম হোসেন নামক স্থানীয় এক ব্যক্তি মে ২০১৯ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে নবীগঞ্জ বেবী/টেম্পু স্ট্যান্ড এর ইজারা নেয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইজারার তালিকায় নবীগঞ্জ স্ট্যান্ডটি মূলত বেবী/টেম্পু স্ট্যান্ড হিসেবে উল্লেখ রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উক্ত ইজারায় ১২ নং শর্তে স্পষ্ট উল্লেখ রয়েছে বেবী/টেম্পু/টেক্সী পার্কিং ফি দৈনিক ১৫ টাকা। কিন্তু উক্ত চাঁদাবাজ চক্র সিটি কর্পোরেশনের ইজারার অপব্যবহার করে নিয়মবহির্ভূত ভাবে ভুয়া রসিদ ছাপিয়ে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করছে। এ অভিযোগে চক্রটির সক্রিয় সদস্য সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।