নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের কামতালে মা-ছেলের দন্ড চরমে পৌছেছে। মায়ের দায়ের করা অভিযোগে গ্রেফতারকৃত ছেলে মাসুদ রানা ৭ দিন জেল খেটে জামীনে বেরিয়ে এসেছে। মায়ের মামলায় ছেলে গ্রেফতারের ঘটনায় কামতাল এলাকায় নানা গুঞ্জন চলছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মা জরুনা আক্তার গত ৭ এপ্রিল থানায় ছেলের বিরুদ্ধে জিডি করে। জিডি নং ২৬০। এ জিডির বলে পুলিশ ছেলে মাসুদ রানাকে গ্রেফতার করে ৫৪ ধারায় আদালতে পাঠায়। ৭ দিন জেল খেটে সে জামীনে বেরিয়ে আসে।
বন্দর কামতাল এলাকার মৃত সাবেদ খন্দকারের স্ত্রী জরুনা আক্তার (৬০) তার নিজ ছেলে মাসুদ রানা (৪০) এর বিরুদ্ধে তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ ছেলে মাসুদ রানাকে গ্রেফতার করে। জিডিতে জরুনা আক্তার উল্লেখ করেন তার ছেলে অন্যান্য ছেলেদের সম্পত্তি না দিয়ে নিজেই সম্পত্তি আত্মসাতের পায়তারা করছে। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা লেখি হয়েছে।
এ ব্যাপারে ছেলে মাসুদ রানা বলেন, তার মায়ের প্রতি তার কোন ক্ষোভ বা অভিযোগ নেই। তবে তার ভাইয়েরা তার মাকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে। বিরোধের সূত্রপাত সর্ম্পকে তিনি বলেন, তার নানা হাসান আলী প্রধান ১৯৮৩ সালে ১০৮৮৫ নং দলিল মূলে জাঙ্গাল মৌজায় এসএ ৫৪৫, ৫৪৮, ৬২৩, ৬৬৭, আরএস ১১৪২, ১১৩৮, ৬১৬, ৮৪২ দাগে ০৩.৮৬ শতাংশ সম্পত্তি তাকে লিখে দেন। কিন্তু তার মামা ও তার ভাইয়েরা তাকে তার নানার দেয়া সম্পত্তির কাগজ পত্র সৃজন করে নাম জারী করার জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করলে তিনি উপজেলা ভূমি অফিসে আপত্তি মামলা করেন। মামলা নং ৪৪/১৬ । এ মামলার নোটিশ পাওয়ার পরই তার ভাইয়েরা তার মাকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে তাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করিয়েছিল। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন চলছে। মাসুদ রানা গত ইউপি নির্বাচনে চশমা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করে ছিলেন। এ বছরও তিনি নির্বাচন করবেন বলে জানান।