নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বন্দর শাখার সাবেক সভাপতি শাহ আলম চিস্তির বিরুদ্ধে বিভিন্ন ওষুধ বিক্রেতাদের ড্রাগ লাইসেন্স করে দেয়ার নাম করে প্রায় লক্ষাধীক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার নির্দেশে শাহ আলম চিস্তির অপকর্ম প্রমান পাওয়ায় তাকে বহিস্কার করে নতুন করে সম্মেলনের মাধ্যমে এইচ আর খোকা মৃধাকে সভাপতি নির্বাচিত করে দায়িত্ব দেয়া দিয়েছেন। বহিস্কার হওয়ার পরও সাবেক সভাপতি শাহ আলম চিস্তি বিভিন্ন ওষুধ ব্যবসায়ীদের বিভিন্ন অজু হাতে ও ড্রাগ লাইসেন্স করে দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করে বেড়াচ্ছে।
এ ব্যাপারে লাঙ্গলবন্দের ফার্মাসিস্ট আক্তার হোসেন বলেন, শাহ আলম চিস্তি তাকে ড্রাগ লাইসেন্স করে দেয়ার নাম করে তার কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে প্রায় ৩ বছর যাবত ঘুরাচ্ছে। তাকে টাকাও দিচ্ছেনা বা ড্রাগ লাইসেন্সও করে দিচ্ছে না।
এ ব্যাপারে মদনপুরের সাদিয়ে ফার্মেসীর খোরশেদ আলম জানান, বন্দরের কুড়িপাড়া এলাকার সিহাব মেডিক্যাল হলের মালিক শাহ আলম আলম চিস্তি তার দোকানের ড্রাগ লাইসেন্স করে দেয়ার নাম করে ৫ হাজার টাকা নিয়ে আর আসেনি। ফোন করে টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করে বেড়ায়। এ ছাড়াও বন্দরের ভাংতি এলাকার এক হিন্দু ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ১২ হাজারসহ প্রায় ২০/২৫ জনের কাছ থেকে ড্রাগ লাইসেন্স করে দেয়ার নাম করে লক্ষাধীক টাকা হাতিয়ে নিয়েছে। সে সভাপতি পদে থাকাকালে সমিতির প্রায় ৩০ হাজার টাকাও আত্মসাত করেছে বলেও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বন্দর শাখা কমিটির সভাপতি ডা. এইচ আর খোকা মৃধার সাথে আলাপ করলে তিনি বলেন, শাহ আলম চিস্তির অপকর্মের কারণে তাকে সমিতি থেকে বহিস্কার করা হয়েছে। শাহ আলম চিস্তি যখন সমিতির সভাপতি ছিলেন তখন তিনি সমিতির সাধারণ সম্পদক ছিলেন, তখন বিভিন্ন ওষুধ ব্যবসায়ী কার কাছে শাহ আলম চিস্তির বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে। তার অভিযোগ প্রমানিত হওয়ায় সমিতির গঠনতন্ত্র মোতাবেক তাকে সমিতির সকল পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে।
এ ব্যাপারে শাহ আলম চিস্তির সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি বলেন, যারা অভিযোগ করেছে তাদের কাছে কোন প্রমাণ আছে কি আমি টাকা নিয়েছি। খোকা মানুষে কাছ থেকে টাকা নিচ্ছে রিসিটের মাধ্যমে আমি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকি তবে তার রসিদ দেখাতে পারলে সকল শাস্তি মাথা পেতে নেব।