★ সংগ্রামী কবি ★ ( কবিতা )
শে খ ফ য় জু র র হ মা ন
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসুক , আসুক ঝড়-প্রলয়-তুফান !
দৃঢ়-পদে লড়িব প্রাণে করে সম্মান ।
মম মনে আছে বল ,
কোন ভাবে সেই বল হয় নাতো দূর্বল ।
কুসুমিত আবাসে নিছি থাই ক্ষণে ,
হিম্মতে মান করি , ভয় নাই জনে ।
ধরণীতে স্মরণে তামামের মনে ঠাঁই করে নিতে চাই কাজে আপনে ।
মর্মপীড়া-মনস্তাপ বশে এনেছি ,
কল্পিত-অমূলক সুখ দিক ছেড়েছি ।
আপনারে কয়েছি , সুখ যার চাওয়া নয় ,
বিশুদ্ধ-খাঁটি সুখ তাহারি যে হয় ।
খেদ মম সদা সাথী , রণ মম সদা,
কুঁড়ে-জড় প্রাণ নয় , নয়তো কাঁদা ।
খেলা করে যাপনের জীবন তো নয় ,
প্রয়াস-যুদ্ধ করে জীবনে তুষ্টি হয় ।
চোখে মম পুড়ে লাল ক্ষোভের আগুন ,
কলিজা হইয়াছে দাহে আধপোড়া বেগুন ।
পাণি-তল লোহা সম রূঢ় হইয়াছে , রূধিরে যুদ্ধ বলে ঘোষণা হইয়াছে !
উঁচু-নিচু ভেদাভেদ করেতে করব শেষ ! দু্ঃখ-দৈন্য সব হবে নিঃশ্বেষ ।
আজ আর দুখ নয় , সুখ , সুখ , সুখ !
পুলকে লালে লাল আঁখি আর মুখ ।
গৃহে পড়ে তিলে তিলে নাশের তো নয় ,
শত কাজ করে হব একইকালে জয় ।
গৃহরণে আমি আর ক্ষীণ-রোগা নয় ,
করেছি করেছি জয় , ছিল যাহা ভয় ।
আমি ঐ সাহসী-শূরের করের লৌহ খন্ড !
তীব্র বেগে জ্বলে ওঠা তেজি অগ্নিকাণ্ড !
আমি কেশরী আমি শের আমি অট্টহাসি প্রহারকের ,
আমি কবিতা আমি গান আমি আপনি বলবান ,
আমি কুলিশ আমি খড়গ্ আমি তেজে ভরা খুন-রগ ,
আমি লৌহ আমি বারুদ আমি শোষকের জমদূত ,
আমি নৌকা আমি মাঝি আমি আপনার মনে সাজি ,
আমি গ্রীষ্ম আমি ক্ষরা আমি শীতরাতে বস্ত্রহারা ।
আসে কষ্টে নতুন ধারা – প্রাণ গরীব শিশুর সারা ।
আমি য়ুনান রাজ্যের যুবরাজ করি হৈমবতী কন্যারে ধরে তিন ভাঁজ !
হৈ হয় হেরই বঙ্গ হেরিলোঁ যৌবন মম তফাতে বাড়িলো ,
খোরাসান হতে আবিসিনিয়া পেরিয়ে চলেছি লম্ফ দিয়া ।
আমি ভূগর্ভের অগ্নিগীরী সহসা উপরে ফিরি ,
শান্ত শহর শান্ত সবি ক্ষণেতে ধ্বংস করি ।
আমি দিবালোকে করি আনাগোনা , নিশার দস্যু নই ,
আঁধার ঘরে যে দীপ জ্বালিয়ে দিনে ঠিক রবী হই ।
আমি জন্ম-মৃত্যু-বৈরী আমি বজ্র-বারিদ-বৃষ্টি ,
একদিকে নব দ্বীপ গড়ি আর দিকে নদ সৃষ্টি ।
আমি রাতারাতি করি ধ্বংস ঢেলে অধিক অনাবৃষ্টি ,
পুনরায় করি সৃষ্টি , আমি সৃষ্টি ।
আমি স্রষ্টার হীন সৃষ্টি , নাই বিনাশের প্রতি দৃষ্টি ।
আমি হস্তে জ্বালিয়ে দীপ , গেয়ে নতুন দিনের গীত ,
জ্বালাব আলোয় পৃথিবী ; আমি সংগ্রামী কবি ।