বিদ্যালয়ের দাতাসদস্যকে হত্যার হুমকি:
পনিরের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসীদের শোডাউন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের অন্তর্গত ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ দখলের পায়তারা ও দাতা সদস্যকে হত্যার হুমকিদাতা পনিরের বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরে গণমাধ্যমে ফলাও করে খবর প্রকাশিত হবার কারণে সন্ত্রাসী পনির, তার সহযোগি মেজর নজরুল ও তার বাহিনী এতে মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়েছে বলে সংবাদ পাওয়া যায় এবং ১৯ এপ্রিল মঙ্গলবার বিকালে অত্র ফতেপুর স্কুলের তৎসংলগ্ন এলাকায় গাড়ি বহর নিয়ে শো-ডাউন করেছে। এমনকি দাতা সদস্য হাজ্বী আব্দুর রহিম ও তার শ্যালক আবুল হোসেনকে যখন হত্যার হুমকি দেয়া হয়, তখন তার মূল প্রত্যক্ষদর্শী ও থানায় অভিযোগের ভিত্তিতে স্বাক্ষি আল আমিন ও জনিকে মঙ্গলবার ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়েছে সন্ত্রাসীরা।

তাছাড়া স্কুলের বিদ্যুৎসাহি সদস্য সেলিম মিয়ার বাড়ির সামনে দিয়ে শোডাউন করার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক এলাকাবাসী দাবী করেছে যে, আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে পনির শো-ডাউন করেছে এবং এমপি-মন্ত্রীকে পনির পকেটে রাখে এমন কথা সবাইকে বলে বেড়াচ্ছে। মামলা ও পত্রিকায় নিউজ দিয়ে তার কিছুই করতে পারবেনা। সে দাম্ভিকতার সহিত এলাকায় মঙ্গলবার বলে বেড়াচ্ছে যে, সকল পুলিশ ও প্রশাসন তার হাতের মুঠোয়। এ অবস্থায় এলাকায় যথেষ্ঠ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং যে কোন সময় সন্ত্রাসীদের সাথে নিরীহ এলাকাবাসীর সংঘর্ষের আশংকাও করছেন অনেকে।

উল্লেখ্য সম্প্রতি অত্র স্কুলের সভাপতি পদ দখলের পায়তারা করছিল সন্ত্রাসী পনির এবং গত শুক্রবার এ সংক্রান্ত স্বঘোষিত সভায় সভাপতি পদের বৈধতা নিয়ে দাতা সদস্য হাজ্বী আব্দুর রহিম ও তার শ্যালক আবুল হোসেন প্রতিবাদ করলে তাদেরকে হত্যার হুমকি দিয়ে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দেয়া হয়। থানায় এ বিষয়ে অভিযোগ করা হলে সোনারগাঁও থানার ওসি শাহ মঞ্জুর কাদের পিপিএম বিষয়টির তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এবং বিষয়টি গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হলে সোনারগাঁও এর শম্ভুপুরা ইউনিয়ন সহ আশপাশ এলাকায় সবাই পত্রিকায় সংবাদ পড়ে সবাই সন্ত্রাসীদের ধিক্কার জানাতে থাকে। এমনকি সন্ত্রাসী পনিরের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান যে, পনির ওয়ালটন কোম্পানীতে চাকুরী করত এবং সেখান থেকে কয়েক কোটি টাকা মেরে দিয়ে এখন সে টাকাওয়ালা সেজেছে। অবৈধ উপার্জনের টাকা দিয়ে পনির হেলিকপ্টার যোগে এলাকায় কয়েকবার আসার স্পর্দ্ধা দেখিয়েছে। তাই সন্ত্রাসী পনির সহ অভিযুক্ত অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না:গঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন পিপিএম, সোনারগাঁও থানার ওসি শাহ মঞ্জুর কাদের পিপিএম ও জেলা শিক্ষা কর্মকর্তা সহ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত