রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে, আহত-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় এক গ্রুপ আরেক গ্রুপের নাজমুল নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে। পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রবিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানায়, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের গুন্ডা বিল্লালের গাঁজার স্পট নিয়ন্ত্রণ করছে ওই এলাকার মিজানুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী সায়েম ও তার গ্রুপের লোকজন। আর ওই স্পট নিয়ন্ত্রনে নিতে মরিয়া হয়ে উঠেছে টাক দুলালের ছেলে অপর মাদক ব্যবসায়ী রবিন ও তার লোকজন। দীর্ঘ দিন ধরেই গুন্ডা বিল্লালের গাঁজার স্পট নিয়ে তাদের দুই গ্রুপের দ্বন্ধ চলে আসছিলো। রোববার সন্ধ্যার পর উভয় গ্রুপের লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় মহড়া দিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে রবিন গ্রুপের রবিন, ফারুক, শাওনসহ তাদের লোকজন সায়েম গ্রুপের সদস্য মাদক ব্যবসায়ী নাজমুল হোসেনকে চাপাতি দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে নাজমুলকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, নাজমুলকে কুপিয়ে জখম করার ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এসময় পুরো চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় সাধারন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থল অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান চলছে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারী দেন ওসি।

add-content

আরও খবর

পঠিত