নারায়ণগঞ্জ বার্তা ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। শুক্রবার (২২ নবেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব। বিভিন্ন কর্মসূচির কারণে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ১০ টাকা দিয়ে কৃষক ব্যাংক একাউন্ট খুলতে পারছে, কৃষি উৎপাদন বেড়েছে। বঙ্গবন্ধু যেমন কৃষকদের ভালবাসতেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষকদের ভালবাসেন। কৃষকদেরকে বসিয়েছেন সম্মানজনক আসনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে সার ও বীজ।
মন্ত্রী আরো বলেন, আজকে চারদিকে উন্নয়ন আর উন্নয়ন। কৃষিখাতে উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে শিক্ষাখাতে। এমন কোন খাত নেই যেখাতে বর্তমান সরকারের আমলে উন্নয়নের ছোয়া লাগে নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কৃষি জমিতে শিল্প-কারখানা স্থাপন করা যাবে না। যেখানে সেখানে শিল্প-কারখানা গড়ে তুলে কৃষি জমি নষ্ট করা হোক সেটা প্রধানমন্ত্রী চান না। এই কৃষি জমিই খাদ্য চাহিদা মেটায়। চাহিদার সাথে সাথে বাজারও সম্প্রসারণ হচ্ছে। সেই ক্ষেত্রে একদিকে যেমন দেশে শিল্পায়ন প্রয়োজন। অপর দিকে কৃষি পণ্য প্রক্রিয়ার উপর জোর দিতে হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ ।