আড়াইহাজারে লবন নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা : ইউএনও সোহাগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে লবন নিয়ে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন ইউএনও সোহাগ হোসেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে হঠাৎ আড়াইহাজার পৌরসভা বাজারে মুদিমনোহারি দোকানগুলোতে লবন কিনতে লোকজনের ভিড় লক্ষ্য করা গেছে। লবনের দাম বৃদ্ধি ও সংকটের আশঙ্কায় অনেককেই অতিরিক্ত লবন কিনতে দেখা গেছে। তবে প্রতিকেজী লবন কোম্পানী ভেদে আগের মতোই বিক্রি করতে দেখা গেছে। ৩৫ থেকে ৪০টাকা।

এদিকে আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী আছর নামাজের পর বাজার জামে মসজিদের মাইকে লবন নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন। তিনি বলেন, প্রচুর পরিমাণ লবন সরকারের কাছে মজুত রয়েছে। লবন ঘাটতির কোনো নেই। তাই লবন নিয়ে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করবেন না।

আড়াইহাজার বাজার জামে মসজিদের সামনে সফর উদ্দিন স্টোরে গিয়ে দেখা গেছে, লোজকন লবন কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন। অনেককেই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত লবন কিনতে দেখা গেছে। আব্দুল রউফ নামে এক কনফেকশনারি দোকানদার বলেন, দাম বৃদ্ধি ও সংকটের আশঙ্কায় আমি প্রয়োজনের চেয়ে দুই কেজি লবন বেশী কিনেছি। তার মতো অনেকেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লবন কিনেছেন।

ইউএনও সোহাগ হোসেন বলেন, বাজারে লবনের কোনো ঘাটতি নেই। প্রর্যাপ্ত পরিমাণে লবন মজুত রয়েছে। লবন নিয়ে কোনো গোষ্ঠি বা ব্যাক্তি যদি গুজব ছড়ানোর চেষ্টা করেন; তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার মনিটরিং করা হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত