নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের তারুণ ফটো সাংবাদিক মেহেদী হাসান নয়নের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে আড়াইহাজার রিপোর্টার্স ক্লাব। ১৮ নভেম্বর সোমবার সভাপতি এম এ হাকিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পাঠানো শোকবার্তায় উল্লেখ্য করা হয়, ফটো সাংবাদিক নয়ন ছিলেন অত্যন্ত বিনয়ী ও দক্ষ। তার তোলা অনেক ছবি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তিনি নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলা কাজ করেছেন। নয়ন সাংবাদিকদের কাছে একজন অনুপ্রেরণার নাম। আমরা তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই তার বিদহী আত্মার মাগফিরাত কামনা করছি।
গত রোবববার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি চলে যান না ফেরার দেশে। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্রাড ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। ফটো সাংবাদিক মেহেদী হাসান নয়ন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।