আড়াইহাজারে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় বিভিন্ন বাজারে ২৪০টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১০০টাকা। খুব বেশী প্রয়োজন না হলে পেঁয়াজ কিনছে না অনেকেই।

এদিকে পেঁয়াজ নিয়ে সেলফি তুলে নানা মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অনেকেই। বাজারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটনিংয়ের অভাবে অসাধু কিছু ব্যবসায়ী অধীক মুনাফা করছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পেঁয়াজের সরবরাহ কম থাকায় প্রতিদিনই কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা করে দাম বৃদ্ধি পাচ্ছে। গত শুক্রবার ছিল কেজি প্রতি ১০০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে তা বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।

শুক্রবার আড়াইহাজার পৌরসভা বাজারে ঘুরে দেখা গেছে, দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০টাকায়।

পেঁয়াজ কিনতে আসা বিল্লাল হোসেন বলেন, আমার বয়স ষাটেরউর্ধ্বে। আমি কোনো দিনই দেখিনি পেঁয়াজ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হতে। দাম শুনে পেঁয়াজ না কিনেই ফিরে যাচ্ছি। এ ভাবে চলতে থাকলে রান্নার জন্য পেঁয়াজ কিনা ছেড়ে দিতে হবে। এর জন্য তিনি বাজারে মনিটনিং ব্যবস্থা না থাকাকে দায়ি করেছেন।

স্থানীয় দক্ষিণপাড়া এলাকার ক্রেতা নুরুজ্জামান বলেন, মাসে তার পরিবারে ১৫ কেজি পেঁয়াজ লাগে। দাম নাগালের বাইরে চলে যাওয়ায় তিনি এক কেজি পেঁয়াজ দিয়েই সেড়ে নিচ্ছেন।

এদিকে প্রতিদিনই হু হু করে পেঁয়াজের দাম বাড়ার কারণে মুসল্লার দোকানগুলো প্রায় ক্রেতা শূন্য হয়ে পড়েছে। আড়াইহাজার পৌরসভা কাঁচা বাজারের মুসল্লা ব্যবসায়ী আল-আমিন বলেন, আড়ত থেকে দেশীয় পেঁয়াজ কিনতে হচ্ছে প্রতি কেজি ২৩০টাকা। আমদানি করা পেঁয়াজ ২১০টাকা। আমরা দেশী পেঁয়াজ বিক্রি করছি ২৪০টাকায়। আমদানিকৃত পেয়াঁজ ২২০টাকায়।

add-content

আরও খবর

পঠিত