নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদাতা ) : বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিতাস গ্যাস কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. জাফরুল আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- বন্দরের বাগবাড়ি এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে গ্যাস চোর সিন্ডিকেটের হোতা রমজান, পূর্ব কুশিয়ারা এলাকার মনু মিস্ত্রীর ছেলে জামান মাস্টার, সামসুল হক, রিয়াজুল হক সাধু, সাইদুর রহমান, সালাম মেম্বার, রহিম মেম্বার, মিনহাজ, মঞ্জুর রহমান। এছাড়া অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়, গত ৪ নভেম্বর বন্দর ইউএনও শুক্লা সরকার অভিযান চালিয়ে তিন ইউপির সাড়ে ছয় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। কিন্তু একটি সিন্ডিকেটের সদস্যরা রাতের আঁধারে বিচ্ছিন্ন করা সংযোগ আবার চালু করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ নভেম্বর তিতাস গ্যাস কর্তৃপক্ষ বন্দর ইউএনও শুক্লা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে র্যাব ও পুলিশসহ সোনারগাঁ তিতাসের আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর-রহমান, প্রকৌশলী মো. রিফতা আব্দুল্লাহ, সহ-ব্যবস্থাপক মো. সারোয়ার হোসেন, সহ-উপ-ব্যবস্থাপক মাসুদুল হক, এসআই মোহাম্মদ আলী উপস্থিত থেকে তিনগাঁও থেকে কাইকারটেক পর্যন্ত ৪৩০০ ফুট ও ২৩০০ ফুট অবৈধ বিতরণ সংযোগ বিচ্ছিন্ন করে। এতে ৭-৮শ বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসব সংযোগ থেকে প্রায় ২০ হাজার পরিবার অবৈধ গ্যাস ব্যবহার করত।
তিতাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পর গ্যাস চোর সিন্ডিকেটরা ৫-১২ নভেম্বরের মধ্যে সেই বিচ্ছিন্নকৃত অবৈধ সংযোগ রাতের আঁধারে পুনরায় চালু করে।
ওসি রফিকুল ইসলাম জানান, নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।