আড়াইহাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী সংধ্বর্না

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে স্থানীয় ৬২ নং সরকারি মডেল আড়াইহাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (পিএসসি) পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের বিদায়ী সংধ্বর্না দেয়া হয়েছে। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বৃহম্পতিবার বিদায়ী সংধ্বর্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মবিনুল ইসলাম ভূঁইয়া,সহকারি শিক্ষক নজরুল ইসলাম,মজিবুর রহমান, নাসরিন সুলতানা, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ মাহবুব আলম সরকার, আইরিন পারভীন, ফারজানা খাতুন উর্মী, অহিদ উল্লাহ হক, আমেনা আক্তার মনি, শিমুল, সৈয়দ জাকিয়া সুলতানা রুমি, লাইজু খানম, ওয়ার্ড কমিশনার সামছুন্নাহার, অভিভাবক বিলকিস আক্তার, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া, কে এম নাজিউল হাসান তাইফ, সৈয়দ তাহমিদ জাহান ইমু প্রমুখ।

এ সময় মবিনুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীদের ভালো করে পড়ালেখা করাতে। প্রতিটি শিক্ষার্থীদের প্রতি দায়ীত্ব পালনে আমিসহ আমাদের স্কুলের সকল শিক্ষক অত্যন্ত আন্তারিক ছিলেন। আমি আশা করছি প্রতিটি শিক্ষার্থী আসছে প্রাথমিক শিক্ষা সমপানী (পিএসসি) পরীক্ষায় ভালোভাবে অংশ গ্রহণ করবে। সর্বপরি ভালো রেজাল্ট উপহার দিবে। তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।

অভিভাবক হাকিম ভূঁইয়া বলেন, স্কুলের শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। সেই সাথে সকল শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করছি। যেন তারা আগামী দিনে তাদের সুন্দর একটি ভবিষ্যত গঠন করতে পারে। আমি বিগত দিনে লক্ষ্য করেছি স্কুলের প্রতিটি শিক্ষক ছাত্রছাত্রীদের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন। শিক্ষার্থীদের প্রতি তাদের দায়িত্ববোধ দেখে আমি একজন অভিভাবক হিসাবে মুগ্ধ হয়েছি। আমি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করছি। এ সময় উপস্থিত সকলের মধ্যে এক ধরনের আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

add-content

আরও খবর

পঠিত