নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.) এর স্মৃতি বিজড়িত মহান ১২ রবিউল আউয়াল সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানবের জন্ম ও ওফাত দিবস উদযাপন করছেন মুসলমানরা। বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় এবারো ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুসের শোভাযাত্রা উদযাপিত হয়েছে।
১০ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এর পাশে আবেদীয়া জামে মসজিদের সামনে থেকে বাহাদুর শাহ এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শোভাযাত্রাটি ২নং রেল গেইট, চাষাড়া গোল চত্ত্বর, খানপুর, কালীবাজার, টানবাজার সহ শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় সমাবেশ স্থলে এসে শোভাযাত্রা শেষ হয়।
তাছাড়া শোভাযাত্রা শেষে নগর ভবনের বিপরীত পাশের রাস্তায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জশনে জুলুসে রোটারিয়ান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।
এদিকে, ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে সকাল থেকেই ছিল গুরি গুরি বৃষ্টি। সেই সাথে ছিল ঝড়ো হাওয়া তীব্র বাতাস। বৈরী আবহাওয়ার তারপরও নবী প্রেমীরা থেমে থাকেনি। নির্ধারিত সময়ের মধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড শোভাযাত্রার মিছিল নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এর পাশে আবেদীয়া জামে মসজিদের সামনে সমবেত হতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, ইসলামি ফ্রন্টের ভাইস চেয়ারম্যান পীরজাদা আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী, যুব হিজবুর রসূল (সা:) কমিটির সভাপতি পীরজাদা সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী, জশনে জুলুস উদযাপন কমিটির নির্বাহী উপদেষ্টা রহমত উল্লাহ সেন্টু, জশনে জুলুস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শ্যামল, নুরুল ইসলাম সহ অসংখ্যক ধর্মপ্রাণ মুলমানগণ। আলোচনা পরিশেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।