না.গঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝন্টু মিয়া (৪০) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ নভেম্বর  শনিবার দুপুর সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঝন্টু মিয়া মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার গোবরদি গ্রামের মৃত দবির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঝন্টু মিয়া বিভিন্ন সময় নিজেকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায় করতো। তেমনি একজন ভুক্তভোগী হচ্ছেন সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় মিষ্টির দোকানের ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম (৩৭)।

খাইরুল ইসলাম জানান, গত ২ নভেম্বর শনিবার সকালে ঝন্টু তার দোকানে আসে। এ সময় ঝন্টু তাকে জানায় সিদ্ধিরগঞ্জে ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। একটু পরে আপনার এখানে ভ্রাম্যমাণ আদালত আসবে। তারা যাতে এখানে না আসে সেই জন্য ১০ হাজার টাকা দাবি করে ঝন্টু। এ সময় খাইরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও মামলা থেকে বাঁচতে ঝন্টুকে ১০ হাজার টাকা দেয়। এ সময় টাকা নিয়ে ঝন্টু চলে যায়।

এদিকে, সাত দিন পরে  ৯ নভেম্বর শনিবার খাইরুল ইসলামের কলেজ গেট এলাকার আরেকটি দোকানে এসে উপস্থিত হয়। এদিনও সে ভ্রাম্যমান আদালতের কথা বলে খাইরুল ইসলামের শ্বশুরের কাছ থেকে টাকা চায়। খাইরুল ইসলামের শ্বশুর বিষয়টি তাকে জানালে সে এ দোকানে ছুটে আসে। এ সময় ঝন্টু তড়িঘড়ি করে চলে যাবার সময় খায়রুল তাকে গ্রেফতার করে। পরে তার কাছে বিষয়টি সন্দেহজনক হলে সে পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা থেকে পুলিশ গিয়ে ঝন্টুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেট সেজে অর্থ আদায়ের অভিযোগে আমরা একজনকে গ্রেফতার করি। তার ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত