না.গঞ্জ বন্দরে সরকারী খালের উপর ক্লাব নির্মাণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ বন্দরে কলাগাছিয়া ইউনিয়নস্থ কল্যান্দি ব্রীজ সংলগ্ন সরকারী খালের উপর অবৈধ ভাবে ক্লাব নির্মাণ করছে একটি প্রভাবশালী মহল। ক্লাবটির নাম প্রকাশ সামাজিক সংগঠন। ৮ নভেম্বর শুক্রবার সকালে কল্যান্দি ব্রীজ সংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে এ চিত্র পরিলক্ষিত হয়।

তথ্য সূত্রে দেখা গেছে, বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নস্থ কল্যান্দি ব্রীজ সংলগ্ন প্রকাশ নামে একটি রেজিষ্ট্রেশন বিহীন ক্লাব বিগত ৫বছর পূর্বে রাস্তার পাশে ওই এলাকার মোকলেছ নামে এক ব্যাক্তির কাছে ২০ ফিট জায়গা বিস্তৃত বাবদ ১ লক্ষ ৩০ হাজার টাকায় লিজকৃত সম্পত্তী ক্রয় করেন। এরপর তারা দৌচালা টিন দিয়ে ক্লাব আকারে রুপ দেয়। পরে তারা ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে। কমিটির সভাপতি মো: শরিফ ও সাধারন সম্পাদক মো: অপু। এরপর শুরু হয় তাদের প্রোগ্রাম বানিজ্য। বন্দরের বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিদের কার্ড দিয়ে ক্লাবের উদ্বোধন করান। এক সময় দেখা গেছে ওই ক্লাবটির ভিতরে ২টি ক্রামবোর্ড ৩০ টাকা প্রতি গেম বাবদ ভাড়াও চলছিল। বর্তমানে কল্যান্দি টু সাবদী রাস্তাটি ৩০ফিট প্রশস্ত করার কারনে টেন্ডার পাশ হলে ওই রাস্তার পাশে দোকানীদের রাস্তার নির্ধারিত জায়গা থেকে তাদের দোকান ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হয়। এরমধ্যে ওই ক্লাবটিও পড়ে। জায়গা না থাকায় তারা পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারী খালের উপর ইট-সিমেন্ট দিয়ে বড় বড় আটটি পিলার করে অবৈধভাবে ক্লাব নির্মাণ করছে। যা নেহাতই আইন বর্হিভূত কান্ড। সরকারী খালের উপর স্থাপনা তৈরীর কোন বিধান না থাকলেও স্থানীয় কতিপয় প্রভাবশালী মহল পেশিশক্তি ব্যবহার করে এ ক্লাব নির্মাণ করছে বলে জানা যায়।

এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান জানান, কল্যান্দি ব্রীজ সংলগ্ন প্রকাশ নামে যে ক্লাবটি এখন সরকারী খালের উপর ইট-সিমেন্ট দিয়ে নির্মিত হচ্ছে তা সম্পূর্ণ অবৈধ। একশ পার্সেন্ট অবৈধ। সরকারী হালতের সম্পত্তীতে কেউ ক্লাব কিংবা স্থাপনা তৈরী করতে পারেনা। এটা জেলা প্রশাসক আওতাধীণ।

এ ব্যাপারে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুকলা সরকার জানান, সরকারী খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনী। আমরা শীঘ্রই ব্যবস্থা নিব।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাতুন জানান, সরকারী খালের উপর কোন কিছুই করা যাবে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে সরকারী খাল অবমুক্ত করতে হবে। কোন মতেই সরকারী খালের উপর কোন স্থাপনা গড়তে দেয়া যাবে না। আমি শীঘ্রই ব্যবস্থা নিব।

এ বিষয়ে প্রকাশ সামাজিক সংগঠনের সভাপতি আ.লীগ নেতা দাবীদার শরিফ হোসেন জানান, আমাদের প্রকাশ সংগঠন নামে এ ক্লাবটি উদ্বোধন করেছেন আ.লীগের শীর্ষ নেতারা। পূর্বে ক্লাবটি রাস্তার পাশে ছিল। রাস্তার প্রশস্ত হওয়ার কারনে কোন জায়গা না থাকায় এ ক্লাবটি বাধ্য হয়ে খালের উপর করতে হয়েছে। তবে পিলার উচু করে দিয়েছি যাতে খালের পানি প্রবাহিত হতে সমস্যা না হয়। কল্যান্দি এলাকার একটি অসাধু প্রভাবশালী মহল থেকে পরিত্রান পেতে সরকারী খাল অবমুক্ত রাখতে স্থানীয় এলাকাবাসী কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছে।

add-content

আরও খবর

পঠিত