আড়াইহাজারে মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে একটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিতিত্তে বিয়ের কার্যক্রমটি বন্ধ হয়। কনে স্থানীয় গোপালদী পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের উলুকান্দী পশ্চিমপাড়া এলাকার মিজানের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। বর মোল্লাচর এলাকার রইজ উদ্দিনের ছেলে সাইফুল (২৫)।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী কনের বাড়িতে বিয়ের সকল প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিতিত্তে মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় বিয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে কনের পরিবার বিয়ে স্থগিত করতে বাধ্য হন।

add-content

আরও খবর

পঠিত