আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে ছাদিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ নভেম্বর বৃহম্পতিবার সকাল ১০ টার দিকে স্থানীয় গোপালদী পৌরসভাধীন মোল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছাদিয়া তার মায়ের সঙ্গে নানা বাড়ি স্থানীয় মোল্লার চর এলাকায় বেড়াতে এসেছিল। সকাল ১০ টার দিকে হঠ্যাৎ সে নিখোঁজ হয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশে একটি পুকুরে দুপুর ২টার দিকে তার মরদেহ ভেসে উঠে। স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

add-content

আরও খবর

পঠিত