নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে নাসিক ২৭নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফল বিদ্যালয় অডিটরিয়ামে ঘোষণা করা হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এই ফলাফল ঘোষণা করা হয়।
ফল ঘোষণার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: মাকসুদ হোসেন বলেন, অত্র স্কুল বন্দর উপজেলা পর্যায়ে এ বছরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে এবং আগামী বছরেও যাতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে সাফল্য ধরে রাখতে পারে সেজন্য তোমরা সবাই ভালভাবে লেখাপড়া করবে। ভালভাবে লেখাপড়া করলে তোমাদের ভবিষ্যত উজ্জল হবে এবং তোমাদের মা বাবার ও এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বাড়বে। যারা নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হয়েছো এবং এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য শুভ কামনা ও যারা কৃতকার্য হতে পারনি তারা মন খারাপ করবে না, তোমাদের জন্যও দোয়া করি তোমরা ভালভাবে প্রস্তুতি নাও যাতে আগামী বছর ভালভাবে কৃতকার্য হতে পারো। কৃতকার্য না হলে সেন্টার পরীক্ষায় যাওয়া যাবে না, বিষয়টি তোমরা জানতে এবং শিক্ষকরা বহুবার এ বিষয়ে তোমাদের বলেছে। পরীক্ষার্থীদের প্রতি আমার আহবান, পরীক্ষার জন্য যে কয়েকটি মাস সামনে আছে, এ কয়েকটি মাস তোমরা মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করে ভাল ফলাফল করবে এটা আমাদের প্রত্যাশা।
উক্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অত্র স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অত্র ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, ২৫,২৬ ও ২৭নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা ও বিশিষ্ট সমাজসেবক নার্গিছ মাকসুদ উপস্থিত ছিলেন।
তাছাড়া এসময় স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি শাহ গোলাম রব্বানী ও তায়ফুর রহমান বাবুল, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রেক্সোনা বেগম, অভিভাবক সদস্য মোঃ ফারুক, মনিরুজ্জামান (জামান), শফিকুল ইসলাম ও নূর আলম ভূঁইয়া (ফারুক), সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাজমা আক্তার, দাতা সদস্য আব্দুর রহিম মিয়া, কো-অপ্ট সদস্য আব্দুল কাইয়ুম, সাবেক শিক্ষক প্রতিনিধি শাহ কামাল হোসেন, সাবেক অভিভাবক সদস্য আসাদুজ্জামান ও মোতালিব মিয়া, গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্য থেকে হাজী জামাল আহমেদ, মহিউদ্দিন মহিন মাতবর, হাজী তাওলাদ হোসেন, হাজী নাসির উদ্দিন, ইকবাল হোসেন সহ অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ২০২০ সালে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য নির্বাচনী পরীক্ষায় ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫০ জন সকল বিষয়ে কৃতকার্য হয়েছে।