বিভিন্ন অপরাধে বন্দরে অক্টোবর মাসে ৪৫টি মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : গত অক্টোবর মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪৫টি। এর মধ্যে হত্যা মামলা হয়েছে ১টি, নারী ও শিশু নির্যাতনে মামলা হয়েছে ৩টি, মাদক দ্রব্য মামলা হয়েছে ২৭টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ১৪টি।

তবে গত অক্টোবর মাসে বন্দর থানায় ডাকাতি কোন মামলা দায়ের হয়নি। পুলিশের দাবি অক্টোবর মাসে বন্দরে আইন শৃঙ্খলা যে কোন মাসের চেয়ে অনেক ভালো। ২৭টি মাদক মামলায় পুলিশ বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও ২টি ধর্ষণ মামলায় পুলিশ ৩ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম জানিয়েছে, ২৭টি মাদক মামলায় পুলিশ ২ হাজার ৫শ ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১শ গ্রাম গাঁজা, ১৫০ বোতল ফেন্সিডিল, ১৮ লিটার  চোলাই মদ ও ৩ গ্রাম হেরোইন  উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ছাড়া পুলিশ গত অক্টোবর মাসে ৭ জন সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ ছাড়াও  জিআর ওয়ারেন্ট ১৭৬ জন ও সিআর মামলার ১৫৭ জন আসামীর ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়েছে।

ওসি আরো জানান, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের কোন ছাড়া নেই আমার কাছে। বন্দরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রয়েছে। অন্যান্য মাসের তুলনায় অক্টোবর মাসে বন্দর থানায় মামলার সংখ্যা কম।  আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য বন্দরে বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে। রাতের বেলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশের টহল জোরদার রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে বন্দর থানা পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।

add-content

আরও খবর

পঠিত