নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ক্যান্সারে আক্রান্ত মেহেদী হাসান নয়নের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান পুত্র অয়ন ওসমান। নয়নের উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে দুই লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি। ২ নভেম্বর শনিবার দুপুরে দেওভোগ এলাকাস্থ বাসভবনে নয়নের স্ত্রীর হাতে এ অনুদান হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার, সুমিত, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামন প্রমূখ।
উল্লেখ্য, মেহেদী হাসান নয়ন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক ও অনলাইন পোর্টাল টাইমস নারায়ণগঞ্জের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন তবে সমসাময়িক সমস্যার কারণে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছে তার পরিবার।