নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এখানে (বাংলাদেশে) আমরা এক সাথে মিলেমিশে বড় হচ্ছি এবং একসাথে সকলে যার যার ধর্ম পালন করছি। তাই আপনাদের কাছে আমি বলছি যে, আপনারা মায়ের কাছে প্রার্থনা করবেন যাতে বাংলাদেশ শান্ত থাকে। বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে। বিশেষ করে নারায়ণগঞ্জে আমি আপনাদের পাশে থেকে যেই কাজগুলো করছি সেটা যেন সঠিক ভাবে করতে পারি সেজন্যও অপনারা দোয়া করবেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি যেন আমাকে দেয় সেজন্য অবশ্যই দোয়া করবেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় শ্যামা পূজা উপলক্ষ্যে শহরের নতুন পালপাড়াস্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ পূজা মন্ডপ পরিদর্শকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মা কালিকে শক্তির প্রতিক বলা হয়। তিনি সকল অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং আমরা সেটাই পালন করে যাচ্ছি। আমাদের শুধু প্রদীপ জ্বালালেই হবেনা পূজা করলেই হবেনা আর ফুল দিলেই হবেনা। এই যে আলো আমরা জ্বালাচ্ছি এটা আমাদের ভেতরের সকল অন্ধকারকে আলোকীত করবে বলেই কিন্তু আমরা এই প্রদীপ জ্বালিয়েছি। আমরা সকাল সন্ধ্যা বাতি জ্বালাই। কেন জ্বালাই? কারন আমরা আমাদের প্রভুকে খুশি রাখতে চাই এবং আমাদের ইশ্বরকে খুশি রাখতেই কিন্তু আমাদের সকল এই কর্মকান্ড। তাই পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে, আমাদের এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মহানগর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, নতুন পাল পাড়া সার্বজনীন পূজা কমিটি-১ এর পূজা মন্ডপের সভাপতি এড.মন্টু ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত প্রমুখ।