ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন : এস আই আজাদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদ দাতা ) : সোনারগাঁয়ে মাদক বিরোধী, ইভটিজিং, বাল্যবিবাহ ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল সম্পর্কে জনসচেতনতায় বদ্ধপরিকর সোনারগাঁও থানার উপ-পরিদর্শক এস আই আজাদ। ২৮ অক্টোবর সোমবার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী পিরোজপুর আইডিয়াল স্কুল ও নাহিদ সুলতালা জুবলী হাই স্কুলের প্রধান শিক্ষিকা মেহেরুন্নেসা দোলনের সভাপতিত্বে জনসচেতনতামূলক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের এই চৌকস অফিসার মাদক বিরোধী, ইভটিজিং, বাল্যবিবাহ, ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অতিরিক্ত ফেসবুক ব্যবহারের কুফলের সার্বিক দিক তুলে ধরেন।

তিনি আরো বলেন, সবাই হলে সচেতন, ইভটিজিং রুখতে কতক্ষণ, ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। আমাদের সমাজে এটি একটি ভাইরাস জনিত রোগ তাই অতিবিলম্বে এর টিকা প্রয়োজন। কিন্তু এই রোগের টিকা কোনো ডাক্তার বা বিশেষজ্ঞরা তৈরি করতে পারবে না। এর টিকা আমাদের সচেতনতার মধ্য দিয়ে সমাজের প্রত্যেকটি মানুষকে তৈরি করতে হবে। তাই আমি বলবো আপনারা পুলিশকে শত্রু না ভেবে বন্ধু ভাবেন। যেকোনো অসুবিধার সম্মুক্ষিন হলে আমাদের কাছে চলে আসুন ইনশা আল্লাহ আমরা তাতে সার্বিক সহযোগিতা করবো। সমাবেশে উপস্থিত সবাইকে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে শপথ বাক্য পাঠ করান এস আই আজাদ।এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, সোনারগাঁও সময় এর প্রকাশক ও সাংবাদিক রুবেল খান, নাজমুল হাসান, মাহফুজুর রহমান শ্যামল, জেনিথ হায়দার, শাহরিয়ার হোসেন, যায়নুল আবেদীন, সোহেল সবুজ, লাকী আক্তার, শবনম সহ এলাকার শিক্ষানুরাগী মুরব্বীগণ।

add-content

আরও খবর

পঠিত