নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় ২৫ অক্টোবর শুক্রবার সকালে ফরেস্ট চেক ষ্টেশন কর্মকর্তারা ১৬০ পিস চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে। এ সময় চোরাই কাঠবাহী একটি (ঢাকা-মেট্রো-ন-১১-০১৩২) কাভার্ডভ্যান আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সোনারগাঁও আষাড়িয়ারচর ফরেস্ট ষ্টেশন চেক কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে চোরাই সেগুন কাঠ বোঝাই করে ঢাকা রাজধানীতে যাওয়ার পথে আষাড়িয়ারচর ফরেস্ট ষ্টেশননের সামনে থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়।