নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ২৫ অক্টোবর শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে মামলা শেষে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। ২৪ অক্টোবর বৃহম্পতিবার রাত ২টার দিকে স্থানীয় দয়াকান্দা এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
এরা হলো স্থানীয় চৈতনকান্দা এলাকার করিম উদ্দিনের ছেলে সাইদুল (৩০) সোনালির ছেলে বিল্লাল (২৮) তাইজউদ্দিনের ছেলে মুক্তার (৩৮) একই এলাকার কাসেমের ছেলে হযরত আলী (২৭) এবং মানিকপুর এলাকার মোতালিবের ছেলে সাহাদাত (২৫), মজিদ মিয়ার ছেলে মামুন (২৬) ও ছাত্তার মিয়ার ছেলে শরীফ (২৩) ও আসাবুদ্দিনের ছেলে ফারুক (২৪)। আড়াইহাজার থানার এসআই হুমায়ন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়েছে।