নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা লুটে নেয়। ২১ অক্টোবর সোমবার ভোর রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়ারটেক এলাকার ইকবার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এ বিষয় ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, রড ও সিমেন্টের পাইকারি ব্যবসায়ী করি। ভোর ৩টার দিকে কেন্দুয়ারটেক এলাকার তার বসত বাড়ির জানালার গ্রিল কেটে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে ফেলে। আলমারির চাবি কেড়ে নিয়ে আলমারিতে থাকা ২৫ ভরি স্বর্ণ লুটে নেয়। এরপর ডাকাত দল বাড়ির দ্বিতীয় তলায় ঢুকে ভাড়াটিয়া বাচ্চু সরকার ও স্বপ্না রানী ঘরে ঢুকে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকেও তিন ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা লুটে নেয় ডাকাতদল।
তিনি আরো জানান, ডাকাতদের হাতে পিস্তল ছুরি ও অন্যান্য যন্ত্রপাতি সহ ধারালো অস্ত্র-সস্ত্র ছিল। তাদের প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল। ডাকাতির খবর পেয়ে কাঞ্চন ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনার পর কেন্দুয়ারটেক সহ আশপাশের এলাকায় স্থানীয়রা ডাকাত আতঙ্কে ভুগছেন। ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে।