নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কতৃর্পক্ষ। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে আতলাপুর সংলগ্ন ২টি একতলা ভবন, পাকা দেয়াল, টং ঘর, বাঁশের জেটিসহ ২০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি ভেকু দিচ্ছে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো: শহীদুল্লাহ সহ অনেকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, উচ্চ আদালতের নির্দেশে ঢাকার চারপাশের চার নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীকে জীবন্ত সত্ত্বায় ফিরিয়ে দেয়ার জন্য এই অভিযান চালানো হচ্ছে। নদীর তীর দখল করে গড়ে ওঠা সব স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। নদীর তীরবর্তী জায়গা পরবর্তীতে সংরক্ষণ করে বনায়ন ও মানুষের বিনোদনের ব্যবস্থা করা হবে।
বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক মাসুদ কামাল জানান, শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জের শেষ অংশে বেশ কিছু অবৈধ স্থাপনা নদীর তীর দখল করে গড়ে ওঠা হয়েছে এসব অবৈধ স্থাপনা একে একে গুড়িয়ে দেয়া হচ্ছে। তিনি জানান, আগামী রবিবার থেকে টানা তিন দিন রূগঞ্জের অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে।