যানবাহন থামিয়ে চাঁদা আদায়কালে র‌্যাবের কাছে ৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহাসড়কের বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায়কালে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। নিয়মিত অভিযানের মত বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর ) দুপুরে সাইনবোর্ড ও বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি দল। এসময় এলাকায় চলাচলরত পণ্যবোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও অটোরিক্সা, সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. হিরণ মিয়া (৩৯), মো. শামীম (৩৬), মো. মঈন উদ্দিন (২৮) ও মো. আবুল বাশার (৪২)। এসময় তাদের দখল হতে সর্বমোট চাঁদাবাজির নগদ ৩৮ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওই অভিযান চালায় র‌্যাব-১১ এর সদস্যরা।

র‌্যাব জানায় একটি চাঁদাবাজচক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও মদনপুর এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, অটোরিক্সা ও সিএনজি থামিয়ে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ১ শ থেকে ৩ শ টাকা করে চাঁদা আদায় করার সময় চাঁদাবাজ চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

add-content

আরও খবর

পঠিত