নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : এক একটি বছর পেরিয়ে ২৪ বছরে পর্দাপন করলেন আব্দুল্লাহ আল-মামুন। আনন্দ মুহুত্বগুলো দ্বিগুণ করে বাড়িয়ে তুলতে বন্ধু ও শুভাকাঙ্খীদের সাথে নিয়ে আনন্দ ও উৎসব মুখর পরিবেশ ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের উত্তর চাষাড়া এলাকায় কেক কেটে আব্দুল্লাহ আল-মামুন এর ২৪ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়।
জন্মদিন উপলক্ষে বন্ধু ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে তিনি বলেন, জন্মদিনে এতো ভালোবাসা, এতো শুভেচ্ছা পেয়ে আমি সত্যিই অভিভুত। আমার জন্মদিনে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে আমার অন্তরের অন্ত:স্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ।
এছাড়াও যারা শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছে তাদের আন্তরিক শুভ কামনা সত্যিই আমাকে উদ্বেলিত করেছে। আমার উচিত ছিল প্রত্যেকের শুভেচ্ছার জবাব ব্যক্তিগতভাবে দেয়া কিন্তু যে পরিমান শুভেচ্ছা তারা আমাকে জানিয়েছিল তার আলাদা করে জবাব দেয়ার কাজটি আমার জন্য সত্যিই কঠিন হয়ে পড়েছে। তাদের ভালবাসায় আমি এমনভাবে সিক্ত যে তাদের কারো কারো শুভেচ্ছা বার্তা পড়ছি আর চোখের পানি ফেলছি। তাদের সবার জন্য আমার দোয়া অব্যাহত থাকবে, সকল বন্ধু ও শুভাকাঙ্খীদের জন্য রইল শুভেচ্ছা। সকলের জীবন আনন্দময় হোক, মহান মালিকের কাছে এই প্রার্থনা কামনা করছি। এ সময় সাজিদ হাসান, হাসিবুল হক বাঁধন, সেলিম আল-দীন, পাভেল খান, অনলাইন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সাব-নিউজ এডিটর সৈয়দ রিফাত আল রহমান, রোকন শেখ, সবুজ হোসেন, মাহমুদ হাসান, বাপ্পি, সারওয়ার হোসেন, রুবেল মিয়া ও প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল-মামুন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ অনলাইন সংবাদ মাধ্যমটির শুভাকাঙ্খী ও নিয়মিত পাঠক হওয়ায় এই পরিবারের পক্ষ থেকে আগামী দিনের সুন্দর পথচলার শুভ কামনা রইল।