নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কামরুজজামান রানা ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় দ্বীন ইসলাম (২৬) নামের এক যুবক সন্ত্রাসীর হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পর মৃত্যু হয়েছে। গত ১৩ অক্টোবর রবিবার রাতে সে মারা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের সালাউদ্দিনের ছেলে দ্বীন ইসলামের সঙ্গে গত ৪ তারিখে নয়াগাঁও ঈদগাহ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজ নামের এক যুবকের সঙ্গে বাক-বিতন্ডা হয়। এ সময় একই এরশাদ উল্লাহ মিয়ার ছেলে আহসান উল্লাহ এসে দ্বীন ইসলামের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরে উপস্থিত অন্যরা তাদের মধ্যে মিমাংসা করে দেন। এদিকে খেলা শেষে দ্বীন ইসলাম বাড়িতে ফেরার পথে আহসান উল্লাহসহ আরো ৩-৪ জন তাকে পথরোধ করে ইট দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেয়। এসময় দ্বীন ইসলামের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে মারাত্মক আহত দীন ইসলামকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ৮ দিন চিকিৎসার পর গত রবিবার বিকালে তাকে বাড়িতে নিয়ে আসলে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় দ্বীন ইসলামের বড় ভাই ইলিয়াস মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।