ফাহাদ হত্যাই প্রমান করে দেশে বাক-স্বাধীনতা নেই : কালাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : ভারতের সাথে সম্পাদিত দেশ বিরোধী চুক্তি বাতিল ও মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ সহ দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।

১২ অক্টোবর শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ জনসমাবেশের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম এর সভাপতিত্বে আয়োজিত এ জনসমাবশে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। এ সময় পুলিশের বাধাঁর মুখে তাদের সমাবেশ সংক্ষিপ্ত করতে বাধ্য হন।

সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাড. আবুল কালাম বলেন, আবরার ফাহাদ হত্যার মধ্য দিয়ে আবারও প্রমান হলো এদেশের মানুষের বাক-স্বাধীনতা নেই। সরকার ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি করেছে অথচ আমরা সাধারণ মানুষ এর প্রতিবাদ করতে পারছি না। প্রশাসনকে দিয়ে আমাদের কণ্ঠ রোধ করা হচ্ছে। এতেই প্রমান হয় দেশের মানুষ আজ পরাধীনতার ধুম্রজালে বন্দী।এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, আতাউর রহমান মুকুল, আয়সা সাত্তার, সাধারণ সম্পাদক এটি এম কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, শওকত হাসেম শকু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক হান্নান সরকার, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, নাজমুল হক রানা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আব্দুল হাসিব, মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ, সহ-সভাপতি শাহিন শরীফ, শফিক আহমেদ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোক্তাধির হোসেন হৃদয়, মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম, সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, ফজলুল হক, মহানগর বিএনপি নেতা এ্যাড. রফিক আহমেদ, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, এ্যাড. আনিছুর রহমান মোল্লা, হাজী ফারুক হোসেন, সোলেমান, নজরুল ইসলাম সরদার, জাহাঙ্গীর মিয়াজী, মাহামুদুল হাসান মাসুম, আব্দুর রহমান, আলি আকবর, মধু, মানিক বেপারী, কৃষক দল নেতা কামরুল হাসান ছাউদ সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত