সাত পত্রিকার ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর উদ্বেগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের ৭টি পত্রিকার ১৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবার। এছাড়াও দ্রুত মামলা প্রত্যাহারের জোরদাবী জানিয়েছে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন। ১১ অক্টোবর শুক্রবার পত্রিকাটির সম্পাদক এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি ও পত্রিকাটির সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন বলেছেন, ব্যক্তি মত বিরোধ থাকতে পারে তবে পেশাগত দিক থেকে সকল সাংবাদিক ঐক্য রয়েছে। সংবাদকর্মীদের উপর মামলা হামলা পুরনো বিষয়। এসব মামলা দিয়ে কখনো অপরাধ ঢেকে রাখা যায়না, সমাধানও সম্ভব হয়না। বরং সংবাদকর্মীরা পেশাদারিত্বের দিক থেকে মান আরো উন্নয়ন হচ্ছে। সকল সংবাদকর্মী ঐক্যবদ্ধ হয়ে কঠোর পদক্ষেপ নিলে হয়তো এদের অনেকেই হারিয়ে যাবে।

সংবাদর্র্কমীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, একজন সংবাদকর্মী দিন-রাত কঠোর পরিশ্রম করে তথ্য সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে নানা অজানা সংবাদ পত্রিকায় প্রকাশের মাধ্যমে তুলে ধরে। যেখানে উন্নয়ন, অগ্রগতি, মানুষের অধিকার সহ দুর্নিতি, অনিয়ম, অবক্ষয়, দুর্ভোগ তুলে ধরা হয়। এতে কখনো কারো পক্ষে যাবে আবার কারো বিপক্ষে যাবে এটা স্বাভাবিক। যদি আপনি ভালো কাজ করেন সেটা যেমন আপনার নিজ ইচ্ছায় পত্রিকায় প্রকাশে স্বাচ্ছন্দবোধ করেন, তেমনি নেতিবচক দিক থাকলে সেটাও প্রকাশ হলে, গ্রহন করার মানসিকতা তৈরী করা জরুরী। কারন সেখান থেকে ভুলগুলো শুধরিয়ে সচেতন হওয়া শ্রেয়। মামলার মাধ্যমে কখনোই গণ্যমাধ্যমের কন্ঠরোধ করা আগেও সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। আমরা সকল সাংবাদিকই আপনাদের পরম বন্ধু যতক্ষণ না পর্যন্ত বিপক্ষে সংবাদ প্রকাশ হয়, এমন মানসিকতা থেকে ফিরে আসলেই দেশ ও সমজের উন্নয়নের অগ্রগতি বাড়বে।

প্রসঙ্গত, স্বপন মন্ডলের দায়েরকৃত মামলায় বিবাদীরা হলেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তার প্রকাশক সম্পাদক আবু আল মোরছালিন বাবলা, নির্বাহী সম্পাদক এজাজ কোরেশী, দৈনিক সংবাদ চর্চা এর প্রকাশক সম্পাদক মুন্না খাঁন, বার্তা সম্পাদক আনোয়ার হাসান, দৈনিক মাতৃভূমির খবরের প্রকাশক ও সম্পাদক মো. রেজাউল করিম, উপদেষ্টা সম্পাদক আনায়ারুল ইসলাম ও নির্বাহী সম্পাদক এনামুল কবির, দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী ইসলাম, বার্তা সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ এর প্রকাশক সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, বার্তা সম্পাদক শাহীন, দৈনিক স্বাধীন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মো.ইলিয়াস মোল্লা, বার্তা সম্পাদক জসিম উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা। অপর মামলাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর দায়েরকৃত মামলায় বিবাদীরা হলো দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান বাদল এবং স্টাফ রিপোর্টার আব্দুল রহিম।

add-content

আরও খবর

পঠিত