নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী (বিরু) বলেছেন, ভ্রাতৃত্ববোধের এক অপার দৃষ্টান্ত হলো আমাদের বাংলাদেশ। অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে সকল ধর্মের মানুষ মিলে মিশে বাস করতে পারছে এবং তার নেতৃত্বাধীন সরকারের নিরলস প্রচেষ্টায় সারাদেশে সুশৃঙ্খলভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। নিজেদের সংখ্যালঘু ভাবার কোন অবকাশ নেই।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাৎসব উপলক্ষ্যে ৭ অক্টোবর সোমবার বিকালে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ মাঠে অত্র উপজেলার ৩১টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে মন্ডপ প্রতি ৫ হাজার টাকা করে ব্যক্তিগত অর্থায়ন থেকে অনুদানের টাকা তুলে দেন ডা. আবু জাফর চৌধুরী (বিরু) এবং উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আপনাদের সুখে-দু:খে সর্বদা আমি পাশে আছি। দুর্গাপূজা উপলক্ষ্যে সোনারগাঁয়ের হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি ভাই বোনকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি এবং প্রত্যেকের মঙ্গল কামনা করছি।
সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু লোকনাথ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভৌমিকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম ও বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু উপস্থিত ছিলেন।
তাছাড়া এসময় জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খাঁন আবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নেকবর হোসেন নাহিদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, বারদী ইউপির প্যানেল চেয়ারম্যান আবু দাইয়ান, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক নাজমুল, জামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আল মামুন, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালাউদ্দিন মাছুম, বৈদ্যরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা তাঁতী লীগ নেতা গাজী আতাউর, সোনারগাঁও উপজেলার জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন ও সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল আমিন, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী এবং ৩১টি পূজা মন্ডপের সাথে সম্পৃৃক্তরা উপস্থিত থেকে অনুদান প্রদান অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন।