যত শক্তিশালী হোক না কেন নির্বাচনে অনিয়ম করলে ছাড় নেই : রফিকুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : যত শক্তিশালী হোক না কেন নির্বাচনে অনিয়ম করলে ছাড় নেই মন্তব্য করে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, যে যত শক্তিশালী হোক না কেন নির্বাচনে কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন তিনি। ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সকল প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ইবিএমের মাধ্যমে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়া হবে। ইবিএম এমন একটি যন্ত্র যে পৃথিবীর কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান এই যন্ত্র হ্যাক করতে পারবে না। সুতরাং একজনের ভোট আরেকজন দেয়ার কোন সুযোগ নাই। উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের আগে তিন দিন ইবিএমে কিভাবে ভোট দিতে হয় তার প্রশিক্ষন দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল মামুন, জেলা নির্বাচন অফিসার মতিউর রহমান, নারায়ণগঞ্জ গ-সার্কেল এসপি আফসার উদ্দিন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন ভুইয়া ও কবির হোসেনসহ সদর ইউনিয়নের সকল প্রার্থীবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত