বিকেএমইএ প‌রিচালকদের বাংলাদেশ হো‌সিয়ারী এসোসিয়েশনের উষ্ণ অ‌ভিনন্দন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন  ) : বিকেএমইএ  -এর পরিচালনা পর্ষদ 3(২০১৯-২০২১) এর প‌রিচালক পদে মনোনীতদের বাংলাদেশ হো‌সিয়ারী এসোসিয়েশনের পক্ষে উষ্ণ অ‌ভিনন্দন জানানো হয়েছে। শনিবার ( ৫ অবক্টাবর )  দুপুরে নগরীর সনাতন পাল লেনস্থ হো‌সিয়ারী ক্লাব ভবনের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।

এসময় বাংলাদেশ হো‌সিয়ারী এসোসিয়েশনের সহ সভাপতি (জনা‌রেল) এবং সৃ‌ষ্টি ফ্যাশন হাউজ এর চেয়ারম্যান মো. ক‌বির হো‌সেন,  ওয়েব ‌টেক্স এ্যাপা‌রেলস লি. এর চেয়ারম্যান নন্দ গোপাল সাহা এবং পিএম নিটেক্স এর চেয়ারম্যান রতন সাহা‌কে অভিনন্দন জানানো হয়। বাংলাদেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের পক্ষ থে‌কে ফুল দিয়ে উষ্ণ অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা জানান এসোসিয়েশনের  সভাপ‌তি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রির প‌রিচালক এবং নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাপনী বক্তব্যে শেখ নাজমুল আলম সজল বলেন, দেশের উন্নয়নের চাকা ঘুরাতে আমাদের হোসীয়ারী ও গার্মেন্ট শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা সকলেই এর অংশিদার। সেক্ষেত্রে আমরা সকলেইে একেঅপরের সহযোগীতায় দেশকে আরো এগিয়ে নিতে চাই। তাই নেতৃত্ব আল্লাহর নেয়ামত, এটাকে কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, আজ আমরা অত্যন্ত খুশি, আমাদের মাঝে বিকেএমইএ  -এর পরিচালনা পর্ষদের নব মনোনীত প‌রিচালকগণ পাশে রয়েছে। যাদের সাথে আমাদের র্দীঘ সম্পর্ক রয়েছে।  ভবিষ্যতে উনারা আরো বহুদূর এগুবে এই প্রত্যাশাই করি। যারা আমাদের সংগঠনেরই কর্মকর্তা। তাই এটুকু আশ্বস্ত করতে চাই, যেকোন কাজে বাংলাদেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করে যান।

পরিচালকদের মধ্যে অনুভূতি জানিয়ে সৃ‌ষ্টি ফ্যাশন হাউজ এর চেয়ারম্যান মো. ক‌বির হো‌সেন বলেন, সকল শুভাকাঙ্খিদের ভালোবাসা ও অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা পেয়ে আমি সিক্ত। আমার সংগঠন, বন্ধু-বান্ধব সকলে যেভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। সত্যিই এর প্রতিদান শোধ করার নয়। তবে এটুকুই বলতে চাই, আমি আমার অর্পিত দায়িত্ব অবশ্যই জণকল্যানে করে যাবে। আর সংগঠনের স্বার্থে আমি সর্বদাই সোচ্চার থাকবো। এজন্য সকলের সহযোগীতা চাই।

এসময়  উপ‌স্থিত ছি‌লেন, এ‌সো‌সি‌য়েশ‌নের সহ সভাপ‌তি তা‌রেক আহ‌মেদ স্বপন, জেনা‌রেল গ্রু‌পের প‌রিচালক‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, আলহাজ্ব মো. আতাউর রহমান, বীর মু‌ক্তি‌যোদ্ধা হাজী আলী আহমেদ শেখ, ‌মো. মোজা‌ম্মেল হক, আলহাজ্ব মো. আব্দুল হাই, আলহাজ্ব মো. ম‌নির হো‌সেন, সা‌ব্বির আহ‌মেদ সাগর, আ‌মিরুল্লাহ রতন, সাখাওয়াত হো‌সেন সুমন, আবুল বাশার বা‌সেত। এ‌সো‌সি‌য়েট গ্রু‌পের প‌রিচালক‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, আলহাজ্ব মো. না‌সির শেখ,  আলহাজ্ব মো. শাহীন হো‌সেন, আলহাজ্ব না‌সিম আহমেদ, আলহাজ্ব মো. আতাউর রহমান, আলহাজ্ব মো. মিজানুর রহমান।

add-content

আরও খবর

পঠিত