নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রোবেল মাহমুদ ) : রূপগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরির উদ্যোগে ৬ শতাধিক দু:স্থ্য রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা, সেলাই মেশিন ও ফলজসহ বিভিন্ন প্রজাতির ২ হাজার বৃক্ষ বিতরণ করা হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া লায়ন মোজাম্মেল হক ভুইয়া কারিগরি স্কুল এন্ড কলেজে এ চক্ষু সেবা প্রদান করা হয়।
গেজেটভুক্ত সমাজ সেবক আলহাজ্ব লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুইয়ার তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা.শহিদুল ইসলাম। অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, লায়ন নজরুল ইসলাম শিকদার, লায়ন নুরুল হুদা, কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, লায়ন আকরামুজ্জামান, লায়ন ফরিদুল হক, লায়ন সাইদুর রহমান, লায়ন হরেরাম দাস, লায়ন সাজেদুর রহমান, লায়ন আব্দুল মতিন ভুইয়া, লায়ন সাইফুল ইসলাম, লায়ন মনিরুজ্জামান, লায়ন শাহিন ভূইয়া স্বপন, লায়ন শামীম প্রমূখ।
লায়ন মোজাম্মেল হক ভুইয়া বলেন, সেবাই পরম ধর্ম। গরীব ও দু:স্থ্যদের সেবার ধারাবাহিকতায় এবারও আমরা ৬ শতাধিক দু:স্থ্য রোগীর চক্ষু সেবা ও ছানি অপারেশনের ব্যবস্থা রেখেছি। এছাড়াও বরপা লাইভ এইড হাসপাতালের উদ্যোগে নরমাল ডেলিভারীর জন্য সাধারণ জনগণকে উদ্ভুদ্ধ করে যাচ্ছি।