নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( দ্বীন ইসলাম ) : বন্দরের নাসিক ২৭নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক সভা (১ম সভা) বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভা শেষে উপস্থিত সাংবাদিকদেরকে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: মাকসুদ হোসেন বলেন, অত্র স্কুল বন্দর উপজেলা পর্যায়ে এ বছরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে এবং স্কুলের লেখাপড়ার মান ও অবকাঠামোগত উন্নয়ন সহ স্কুলটিকে কিভাবে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যায় সে বিষয়ে আমরা কাজ করবো। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান অত্র স্কুলে এসেছিলেন এবং একটি ভবন নির্মাণের ঘোষণা তিনি দিয়েছেন, শীঘ্রই এটা নির্মাণ করা হবে বলে আমাদের প্রত্যাশা। তাছাড়া আরও কিছু পরিকল্পনা আমাদের রয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী ও এলাকাবাসী সহ সকলের সহায়তায় স্কুলটিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।
উক্ত সভায় অত্র স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি শাহ গোলাম রব্বানী ও তায়ফুর রহমান বাবুল, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রেক্সোনা বেগম, সাবেক শিক্ষক প্রতিনিধি শাহ কামাল হোসেন, অভিভাবক সদস্য মোঃ ফারুক, মনিরুজ্জামান (জামান), শফিকুল ইসলাম ও নূর আলম ভূঁইয়া (ফারুক), সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাজমা আক্তার ও দাতা সদস্য আব্দুর রহিম মিয়া উপস্থিত ছিলেন। এদিন ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন অত্র স্কুলের সাবেক অভিভাবক সদস্য ও সাবেক কো-অপ্ট সদস্য আব্দুল কাইয়ুম।