শহরের মার্কেটগুলোতে পূজোর কেনাকাটায় ধুম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হিন্দু ধর্ন্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো শারদীয় দূর্গাপূজা। আর এই উৎসবের আমেজ এখন হিন্দু সম্প্রদায়ে বিরাজ করছে। তাই প্রিয়জনদের জন্য কেনাকাটায় ব্যস্ত এখন এই সম্প্রদায়ের মানুষেরা। অপর দিকে দূর্গা উৎসবের কারনে নগরীর মার্কেট গুলোও বর্নিল সাজে সাজানো হয়েছে। ফলে গোটা নগরী এখন উৎসবে মেতে উঠেছে।

সরজমিনে দেখা গেছে, দূর্গাৎসবের কারনে নগরীর মার্কেট গুলোতে উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। বিপনি বিতানের মালিকরাও এই উৎসবের বাজার দরতে পসরা সাজিয়েছেন রংবে রং এর ডিজাইনে। বিক্রি ভালো তাই খুশি ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ গতবারের চেয়ে এবারের পূজায় জামা কাপড়ের দাম বেশী। তবে এই অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা।

তাঁরা জানান, যে হারে জিনিস পত্রের দাম বেড়েছে সেই তুলনায় দাম বাড়েনি জামা কাপড়ের। গতবারের তুলনায় এবার জামা কাপড়ের দাম কম। তবে দাম যাই হক প্রিয়জনদের পছন্দের জামা কাপড় কেনার জন্য এক মার্কেট থেকে আরেক মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন অনেকে।

২৫ সেপ্টেম্বর বুধবার নগরীর সান্তনা মার্কেট, বেলী টাওয়ার, সমবায় মার্কেট, লুৎপা টাওয়ার, মার্ক টাওয়ার, আল-হাকিম প্লাজা, হক প্লাজা, প্রেরনা, টপটেন, আড়ং, লাড়িব, টপ মার্কেট সহ সায়াম প্লাজা ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, শারদীয়া দূর্গাপূজা হিন্দু সম্প্রায়ের সবচেয়ে বড় উৎসব। তাই শিশু থেকে সব বয়সের জন্য নতুন জামা কাপড় কেনা হচ্ছে। তবে এবার ভারতীয় জামা কাপড়ের দাম একটু বেশী।

ব্যবসায়ীরা আরো জানান, ভারতীয় জামা কাপড়ের পাশাপাশি দেশীয় কাপড়ের বিক্রি ভাল। তবে সব সময় পূজোয় দেশীয় জামদানি ও টাঙ্গাইল বালুচুড়ির শাড়ি কাপড়ের বিক্রি ভাল হয়। সব সময় এই পূজয় শাড়ি কাপড়ের চাহিদা বেশী থাকে। দেশী জামদানী আট শত থেকে চার হাজার টাকা, বেনারশি দুই হাজার থেকে চৌদ্দ হাজার, কটন শিল বারশ ছাব্বিশ, বেলতা আঠারশ থেকে চার হাজার, সানন্দ আঠারশ থেকে ছয় হাজার, সাউথ কাতান পাঁচ হাজর, তাঁতের সাতশ থেকে বারশ, লেহেঙ্গা দুই হাজার থেকে পঁচিশ হাজার। তবে ফ্লোরটার্চ সহ স্টার জলসার বিভিন্ন মেগা সিরিয়াল নাটকের পোশাকেরও কদর রয়েছে।

এদিকে বড় বড় মার্কেটের পাশাপাশি দূর্গাৎসবকে কেন্দ্র করে নগরীর ফুটপাতও জমে উঠেছে। জামা কাপড় থেকে শুরু করে জুতা কসমেটিকস সব কিছুই পাওয়া যায় নগরীর এই ফুটপাতে। তবে নামিদামি মার্কেট গুলোর তুলনায় এখানে দাম কম। তাই নামিদামি মার্কেটের চেয়ে ফুটপাতে ভীড় বেশী। এক শ্রেনীর মানুষেরা ফুটপাতে জিনিস পত্র কিনতে বেশী পছন্দ করেন।

চাষাড়া এলাকার ফুটপাত ব্যবসায়ী সালাউদ্দিন জানান, ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার বিভিন্ন মেগা সিরিয়ালের নাম করনে পোষাক রয়েছে এখানে। নামিদামি মার্কেটের তুলনায় দাম একেবারেই কম। ২০০ টাকা থেকে এক হাজার টাকায় মেলে এখানকার জামা কাপড়।

এদিকে হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসবকে কেন্দ্র করে নগরীর বড় বড় মার্কেট গুলো সেজেছে এক বর্নিল সাজে। কোন কোন মার্কেটের সামনে তোরন সহ লাইটিং সাজানো হয়েছে। মনে হয় গোটা নগরী উৎসবে মেতেছে।

add-content

আরও খবর

পঠিত