নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতির সময় সাতজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, উপজেলার নারান্দী গ্রামের বিল্লাল, আমিনুল, ইব্রাহিম, নয়াপাড়ার আহাদ আলী, ইলুমদী গ্রামের সুমন, ইসমাইল, দেলোয়ার।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইলুমদী গ্রামের একটি আম বাগান থেকে সাত ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এক পাহারাদারের সহযোগিতায় পাশ্ববর্তী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।